খাইরুজ্জামান সেতু: ঐতিহাসিক, সামাজিক, রাজনৈতিক ও রাম্যনাটকের মধ্যদিয়ে শেষ হলো চুয়াডাঙ্গা অরিন্দম সাংস্কৃতিক সংহঠনের ৬ দিনব্যাপি অরিন্দম নাট্যোৎসব। গতকাল বুধবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীর মুক্তমষ্ণে জেলা শিল্পকলা একাডেমীর পরিবেশনায় একদিন গনি মিয়া মঞ্চস্থের মধ্যদিয়ে। প্রতিদিনের ন্যায় অতিথি ও নাটক মঞ্চস্থ করার দলের প্রতিনিধির হাতে পুরস্কার তুলে দেয়ার মধ্যদিয়ে সম্পন্ন হয়। গতকাল বুধবার জেলা শিল্পকলা একাডেমীর সেক্রেটারি মুন্সী জাহাঙ্গীর আলম মান্ননের হাতে সংলাপ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি নজির আহমেদ উৎসব ক্রেস্ট, উদীচী চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক জহির রায়হান সুভিনীর ও মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সেক্রেটারি সাইদুর রহমানের হাতে পোস্টার তুলে দেন। অতিথিদের স্মারক তুলে দেন অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সহসাধারণ সম্পাদক আতিকুজ্জামান সবুজ ও নাট্যসম্পাদক বজলুর রহমান শায়ক। আনুষ্ঠানিকতা শেষে জেলা শিল্পকলা একাডেমীর পরিবেশনায় এসএম সোলাইমানের রচনায় ও মো. আলাউদ্দীনের নির্দেশনায় নাটক গনি মিয়া একদিন। এছাড়াও নাটক পরিবেশন করেছে চুয়াডাঙ্গার অরিন্দম সাংস্কৃতিক সংগঠন, দর্শনার অনিবার্ন থিয়েটার, যশোরের বিবর্তন যশোর, ঢাকার দেশ নাট্যদল।
অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সালাম নাটক শেষে তিনি অভিব্যক্তি জানাতে গিয়ে বলেন, আমি নিজেও আর দশজনের মতো ভাবতাম চুয়াডাঙ্গাতে নাটকের দর্শক নেয় এটা ভূল প্রমাণ করেছে চুয়াডাঙ্গার মানুষ। আমি চাই আপনারা অন্য কোনো সংগঠন যদি নাটক মঞ্চস্থ করে তাহলে এই নাট্যোৎসবের মতো সাড়া দেবেন। বেশ কয়েকজন দর্শক অভিন্ন ভাষায় বলেন, নাটক যদি ভালো হয় তাহলে অবশ্যই মানুষ নাটক দেখতে আসবে। চুয়াডাঙ্গাবাসী চাই ভালো ভালো সাংস্কৃতি অনুষ্ঠান হোক তাহলে অবশ্যই সবাই দেখতে আসবে। শেষ দিনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার এডিএম আনজুমান আরা, এনিডসি মুনিবুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ নাফিস সুলতানা, রুহুল আমিন, জেসমিন আরা, আবু মোহা. সামসুজ্জামান, মুশফিকুল আলম হালিম প্রমুখ।