দামুড়হুদার ছয়ঘরিয়ায় ডাকাত বিল্লাল আটক

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার ডাকাত ছয়ঘরিয়ার বিল্লালকে (৩০) আটক করেছে দামুড়হুদা থানা পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার ওসি কামরুজ্জামানের নেতৃত্বে এসআই মোফাজ্জেল হোসেন ও এএসআই মেজবাহুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা সদর থানার কুলচারা গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাকে আটক করেন। আটক ডাকাত বিল্লাল দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের জহির উদ্দিনের ছেলে।

দামুড়হুদা মডেল থানার ওসি কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সে দামুড়হুদা ও জীবননগর উপজেলাসহ আশপাশ এলাকার বিভিন্নস্থানে ডাকাতি, ছিনতাই ও গরু চুরির সাথে জড়িত। তার নামে দামুড়হুদা থানায় ২টি ডাকাতি মামলার ওয়ারেন্ট আছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার গ্যাং গ্রুপের ১০/১২ জনের নাম প্রকাশ করেছে। ওই ১০/১২ জনের মধ্যে নওশাদসহ ৩ জনকে আটক করা হয়েছে। বাকিদেরকেও আটকের জন্য পুলিশি জাল বিস্তার করা হয়েছে।

Leave a comment