যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পুলিশের গুলিবর্ষণ

 

স্টাফ রিপোর্টার: যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে সৃষ্ট বিদ্রোহ দমনে ৮ রাউন্ড গুলিবর্ষণ ও টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। টিয়ার গ্যাসে কেন্দ্রের দু কিশোর আহত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। অভ্যন্তরীণ কিশোরদের জারজ বলে গালি দেয়ার অভিযোগ তুলে বিদ্রোহের সূত্রপাত ঘটে। পরে কেন্দ্রের সহকারী পরিচালক ও পুলিশ কর্মকর্তারা পরিস্থিতি শান্ত করেন। এ ঘটনায় কেন্দ্রে দায়িত্বরত ৮ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এর আগে গত ৪ মে কিশোররা নির্যাতনের প্রতিবাদে বিদ্রোহ করেছিলো। সূত্র জানায়, গতকাল বুধবার সকালে রাব্বী নামের এক কিশোর জামিনে মুক্তি পায়। তার মুক্তির সময় কিশোররা জটলা করে। এ সময় কেন্দ্রের এক হাবিলদার বিরক্ত হয়ে বলে ওঠেন, এখানে যেসব ছেলে থাকে তারা সবাই জারজ সন্তান। একথা শোনার পর কিশোররা জোটবদ্ধ হয়ে ওই হাবিলদারের ওপর চড়াও হয়। কিন্তু তখন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিকেলে বেশ কয়েকজন কিশোর মাঠে খেলছিলো। এ সময় হাবিলদার মোস্তফা তাদের বিরুদ্ধে একশ টাকা ও সিগারেট চুরির অপবাদ দিয়ে মারপিট করতে উদ্যত হন। এ সময় কিশোররাও তার ওপর চড়াও হয়। উত্তেজনার সৃষ্টি হলে পরিস্থিতি সামলাতে পুলিশ ৮ রাউন্ড গুলিবর্ষণ করে। এতে রায়হান ও রুবেল নামের দু কিশোর আহত হয়।

Leave a comment