মুজিবনগর প্রতিনিধি: বর্তমান সরকারের চার বছরের সফলতা-বিফলতা নিয়ে তৃণমূল নেতাদের মুখোমুখি হয়েছিলেন মেহেরপুর মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন। তবে বিষয় যাই হোক ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করলেন উপস্থিত নেতৃবৃন্দ। ব্যর্থতার চেয়ে সফলতার পাল্লা ভারী বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। আর তা কাজে লাগিয়ে আগামী সংসদ নির্বাচনে ভোট প্রার্থনা এবং বিরোধী জোটের কর্মসূচি মোকাবেলায় সর্বস্তরের নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান জানিয়েছেন প্রধান অতিথি সংসদ সদস্য জয়নাল আবেদীন। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে মুজিবনগর পর্যটন মোটেলে উপজেলার তৃণমূল নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়া উদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মোমিন চৌধুরী, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুর রশিদ ও উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা যুবলীগ সভাপতি কামরুল হাসান চাঁদু। উপস্থিত ছিলেন বাগোয়ান ইউপি আ.লীগ সভাপতি আলবিনু মণ্ডল, সম্পাদক কুতুব উদ্দীন, দায়িরাপুর ইউপি আ.লীগ সভাপতি মোয়াজ্জেম হোসেন, সম্পাদক মোজাম্মেল হক মোল্লা, মহাজনপুর ইউপি আ.লীগ সম্পাদক সানোয়ার হোসেনসহ ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সম্পাদক ও দলীয় ইউপি সদস্যবৃন্দ।