মুজিবনগরে হেরোইনসহ মাদকব্যবসায়ী গ্রেফতার

 

মুজিবনগর প্রতিনিধি: জমির উদ্দীন (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে ১০ পুরিয়া হেরোইনসহ গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সে আনন্দবাস গ্রামের মৃত কালা চাঁদের ছেলে।

মুজিবনগর থানাসূত্রে জানা গেছে, জমির উদ্দীন একজন চিহ্নিত মাদকব্যবসায়ী হেরোইনসেবী। গোপন সংবাদের ভিত্তিতে এসআই কামাল হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার নামে থানায় মামলা দায়ের পূর্বক মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a comment