আলমডাঙ্গা জোড়গাছার সোহাগীর ইন্তেকাল

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী লতিফ কামাল ও আব্দুল হাইয়ের নানি আলমডাঙ্গা জোড়গাছা গ্রামের সোহাগী নেছা মারা গেছেন (ইন্নালিল্লাহে……রাজেউন)। ১০৫ বছর বয়সে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়িতে তিনি মারা যান। আজ বুধবার বেলা ১১টায় জোড়গাছা গ্রামে তার দাফন সম্পন্ন হবে।

আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের জোড়গাছা গ্রামের মৃত আকবর আলী মণ্ডলের স্ত্রী সোহাগী নেছা বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গতকাল মঙ্গলবার দিনগত রাত ৭টা ৪০ মিনিটে জোড়গাছার নিজ বাড়িতে মারা যান। আজ বেলা ১১টায় জোড়গাছা গাছতলাপাড়ায় জানাজা শেষে সোহাগী নেছার দাফন সম্পন্ন হবে। আত্মীয়স্বজন শুভাকাঙ্ক্ষীসহ নিকটজনদেরকে জানাজায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন সোহাগী নেছার দু নাতি ছেলে চুয়াডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী লতিফ কামাল ও আব্দুল হাই।

Leave a comment