ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নরেন্দ্রপুর গ্রামে সড়ক দুর্ঘটনায় রুনা খাতুন (৮) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সে নরেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ও একই গ্রামের সোহরাব হোসেনের মেয়ে।

পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল শনিবার দুপুর ২টার দিকে স্কুল থেকে বাড়ি ফিরছিলো রুনা। পথিমধ্যে কালীগঞ্জ-কোলা সড়কে নরেন্দ্রপুর গ্রামের রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি আলমসাধু তাকে চাপা দেয়। আহত অবস্থায় কালীগঞ্জ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। স্থানীয়রা আলমসাধুটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।