বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নানি-নাতি নিহত : আহত ৩০

ঝিনাইদহের কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কে ঈশ্বরবা নামক স্থানে দুর্ঘটনা

 

শিপলু জামান: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের দু নারী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন নারী ও শিশুসহ কমপক্ষে ৩০ জন। আহতদেরকে কালীগঞ্জ, কোটচাঁদপুর, ঝিনাইদহ ও যশোর মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের ঈশ্বরবা ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী কলেজছাত্রী শিরিনা আক্তার (১৯) ও তার নানি মাটিলা গ্রামের নুরজাহান বেগম (৫৫) নিহত হয়েছে বলে কালীগঞ্জ থানার পুলিশ নিশ্চিত করেছে।

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় কোটচাঁদপুর হাসপাতালে শহিদুল ইসলাম (৪৫), বৈশাখী (১০) ও আমিরুল ইসলাম সবার বাড়ি মহেশপুর মাটিরা গ্রামে। কালীগঞ্জ হাসপাতালে যশোর খয়েরতরা এলাকার আফরোজা বেগম (৩০), মহেশপুরের যাদবপুরের তন্নি (১০), লালবানু (৫০), কালীগঞ্জে অসিত কুমার দত্ত। এছাড়া যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে যশোর পালবাড়ি এলাকার আল্লাদি। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শী কৃষক সাইফুর রহমান জানান, গতকাল সোমবার কালীগঞ্জ শহর থেকে যাত্রীবোঝাই করে শাপলা পরিবহনের একটি বাস (পাবনা-ব-২৩৫) মহেশপুরের উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় ঈশ্বরবা ইটভাটা এলাকায় পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা কলাবোঝাই ট্রাকের (যশোর-ট-১১-০০৯৮) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বাস এবং ট্রাক উল্টে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। ফলে ঘটনাস্থলেই বাসের যাত্রী নুরজাহান বেগম নিহত হন।

কালীগঞ্জ থানার এসআই নাসির জানান, আহতদের উদ্ধার করে কালীগঞ্জ, কোটচাঁদপুর ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর শিরিনা আক্তার নামের আরো একজন মারা যান। ঘটনাস্থলে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, ঝিনাইদহ জেলা প্রশাসক শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেন।

Leave a comment