স্টাফ রিপোর্টার: ছাদে উঠে লুকুচুরি খেলতে গিয়ে আছড়ে পড়ে গুরুতর আহত হয়েছে ৫ম শ্রেণীর ছাত্র আবু হানিফ (১২)। গতকাল সোমবার বিকেলে চুয়াডাঙ্গা হাজরাহাটি হাজিপাড়ায় এ ঘটনা ঘটে। সে ফয়জুল শেখের ছেলে। আবু হানিফের একটি হাত গুঁড়িয়ে গেছে। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে তার নিকটজনেরা বলেছেন, বিকেলে দু ভাই হানিফ ও আব্দুল্লাহ নিজেদের ঘরের ছাদে উঠে লুকুচুরি খেলতে যায়। এ সময় ছাদ থেকে নেমে জানালার সানসেটে লুকোতে গিয়ে আছড়ে পড়ে হানিফ।