স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার শৈলগাড়ী বাউল দরবেশ আকবর শাহ স্মরণে ৩৫তম সাধুসংঘ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় বিশ্ব বাউল আশ্রমকেন্দ্রে ৩ দিনব্যাপি এ সাধুসংঘ শুরু হয়েছে। সাধুসংঘে প্রথমে অনুষ্ঠিত হয় আলোসভা। আলোচনাসভায় বিশ্ব বাউল আশ্রমকেন্দ্রের সভাপতি মহি উদ্দীন শাহর সভাপতিত্বে অতিথি ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার সালেহ উদ্দীন, বিশিষ্ট সাংস্কৃতি ব্যক্তিত্ব ব্যাংকার মনিরুজ্জামান, হেদায়েত শাহ, আজিম উদ্দীন মৃধা প্রমুখ। পরে এসে যোগ দেন কুষ্টিয়া লালন একাডেমীর পক্ষে দরবেশ বাবু শাহ। এছাড়াও উপস্থিত ছিলেন- বাউল রইচ উদ্দীন, রানা মাসুদ, তৌহিদ মাস্টার প্রমুখ। বিশ্ব বাউল আশ্রমকেন্দ্রর ভক্তদের আয়োজনে অনুষ্ঠিত সাধুসংঘে গান পরিবেশন করেন সহকারী পুলিশ সুপার সালেহ উদ্দীন, বাউল আজিম উদ্দীন মৃধা, রইচ উদ্দীন শাহ, দরবেশ বাবু শাহসহ বিভন্ন জায়গা থেকে আগত বাউলবৃন্দ।