মুজিবনগরে মদপানে মাতলামি : ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

 

মুজিবনগর প্রতিনিধি: মদপানে মাতলামি করতে গিয়ে বিপাকে পড়েছে মেহেরপুর মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের শফিকুল ইসলাম বাবু (৩০) নামের এক ব্যক্তি। আনন্দবাস বাজারে মাতাল অবস্থায় পুলিশের হাতে আটকের পর গতকাল রোববার বিকেলে ভ্রাম্যামণ আদালত তাকে অর্থদণ্ডাদেশ প্রদান করেন।

মুজিবনগর থানাসূত্রে জানা গেছে, মদ্যপ অবস্থায় গত শনিবার রাতে আনন্দবাস বাজারে মাতলামি শুরু করে। স্থানীয় লোকজন অতিষ্ঠ হয়ে তাকে মুজিবনগর থানা পুলিশের হাতে তুলে দেয়। এসআই মফিদুল ইসলাম তাকে আটক করে রাতেই থানায় নিয়ে আসেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অরুন কুমার মণ্ডল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে দোষী সাব্যস্ত করে দু হাজার টাকা জরিমানার আদেশ দেন। জরিমানা টাকা পরিশোধ করে মুক্তি পায় শফিকুল।