হরিয়ানার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মনোহরলাল খাট্টার

 

মাথাভাঙ্গা মনিটর: হরিয়ানার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মনোহরলাল খাট্টার। প্রধামন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে রবিবার সকাল সওয়া ১১টা নাগাদ পঞ্চকুলার হুডা ময়দানে শপথ নেন তিনি। তার সঙ্গে শপথ নেন ন’জন মন্ত্রী। শপথবাক্য পাঠ করান রাজ্যপাল কাপ্তান সিংহ সোলাঙ্কি। খাট্টারের মন্তিসভার ছয় সদস্যের মধ্যে রয়েছেন কবিতা জৈন, রামবিলাস শর্মা, অভিমন্যু, ওম প্রকাশ ধাঙ্কার, অনিল বিজ এবং নরবীর সিংহ। এদিন শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজনাথ সিংহ, অমিত শাহ-সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব। এ ছাড়াও অনুষ্ঠানে এ দিন হাজির ছিলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিংহ বাদল-ও। ২০১৪-র বিধানসভা নির্বাচনে কার্নাল থেকে বিজেপির টিকিটে লড়েছিলেন খাট্টার। ৬৩, ৭৩৬ ভোটে ওই কেন্দ্র থেকে তিনি জিতেছেন। রোহতকের বাসিন্দা মনোহরলাল খাট্টারের রাজনৈতিক জীবন শুরু ১৯৭৭-এ সঙ্ঘ প্রচারক হিসাবে কাজের মাধ্যমে। দীর্ঘ ১৪ বছর এ কাজে যুক্ত থাকার পর ১৯৯৪-এ বিজেপি-তে যোগ দেন। ২০০০-২০১৪ পর্যন্ত হরিয়ানার রাজ্য বিজেপি-র সাংগঠনিক সাধারণ সভাপতির দায়িত্বে ছিলেন। এ বছরের বিধানসভা নির্বাচনে একলা চলো নীতিতে ভর করে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে হরিয়ানায় ক্ষমতা দখল করে বিজেপি।