স্টাফ রিপোর্টার: দৈনিক মাথাভাঙ্গার এক সাংবাদিককে হত্যার হুমকি দেয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে ০১৯৮৫০১৩৭২৮ নম্বর মোবাইলফোন থেকে অশ্লীল ভাষায় গালাগালি ও হত্যার হুমকি দেয় অজ্ঞাত ব্যক্তি। এ ব্যাপারে থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।
জানা গেছে, গতকাল শনিবার বেলা ১টা ২৫ মিনিটে অজ্ঞাত ব্যক্তি দৈনিক মাথাভাঙ্গার মোবাইল নম্বরে ফোন দেয়। সে নিজেকে হৃদয় বলে পরিচয় দিয়ে সাংবাদিকের অবস্থান সম্পর্কে জানতে চায়। সাংবাদিক ওই অজ্ঞাত ব্যক্তির পরিচয় জানতে চাইলে সে অশ্লীল ভাষায় গালাগালি করে এবং চুয়াডাঙ্গা চৌরাস্তার মোড়ে যেতে বলে এবং সেখানে সাংবাদিককে কুপিয়ে হত্যার হুমকি দেয়। এ ব্যাপারে গতকালই চুয়াডাঙ্গা সদর থানায় লিখিত আকারে সাংবাদিক অভিযোগ করেছেন।