গাংনী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যগণের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে প্রেসক্লাব কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। সাংবাদিক রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. একেএম শফিকুল আলম।

শপথ গ্রহণ করেন সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক তৌহিদ-উদ-দৌলা রেজা, সহসভাপতি মজনুর রহমান আকাশ, যুগ্ম সম্পাদক রাজিবুল হক সুমন, কোষাধ্যক্ষ তাহেরুল ইসলাম তপন, দপ্তর সম্পাদক মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক জুরাইস ইসলাম ও প্রচার সম্পাদক মোমিনুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদায়ী সভাপতি হারুন-অর রশিদ রবি ও সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিকসহ সদস্যবৃন্দ।

শপথ গ্রহণকারীরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের দূঢ় প্রত্যয় প্রকাশের পাশাপাশি চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন। একই সাথে দোষীদের দ্রুত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং চুয়াডাঙ্গা প্রেসক্লাবের চলমান আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করেন গাংনী প্রেসক্লাব নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর প্রেসক্লাবের দ্বিবার্ষিকি নির্বাচন অনুষ্ঠিত হয়।