ঢাকার পল্টনে ভারতীয় সাংবাদিকের লাশ উদ্ধার

 

স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্টনের হোটেল গার্ডেন থেকে এক ভারতীয় সাংবাদিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম বিশ্বজীৎ শীল ডেভিড (৪০)। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। পল্টন থানার ওসি মোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জানা যায়, ওই সাংবাদিক অসুস্থ হয়ে পড়ছিলেন তাকে হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাকে মৃত বের করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত ডেভিডের এক বাংলাদেশির সাখে ব্যবসায়িক সম্পর্ক ছিলো। ব্যবসায়িক কাজে শুক্রবার রাতে তিনি ঢাকায় আসেন। ঢামেক চিকিৎসকরা বলছেন, মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ডেভিডের মৃত্যু হয়েছে।