স্টাফ রিপোর্টার: রাজধানীর নিউমার্কেট এলাকায় এক কলেজ ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে এ ধর্ষণের ঘটনা ঘটলেও ১৬ বছর বয়সী ওই মেয়েটি বাসাটি চেনে না বলে পুলিশকে জানিয়েছে। সে মুন্সিগঞ্জের শ্রীনগর থানার একটি কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্রী। ওই ছাত্রীকে উদ্ধৃত করে তার স্বজনরা জানান, সপ্তাখানেক আগে শ্রীনগর বাইপাস সড়কে সুমন নামে এক যুবকের সাথে তার পরিচয় হয়। এরপরেই ফোনে নিয়মিত আলাপ হতো। ওই যুবক নিজেকে সংসদ ভবনের একটি অফিসে চাকরি করে বলে জানায়। বৃহস্পতিবার রাতে সুমন ফোনে তাকে ঢাকায় বেড়াতে যেতে বলে। শুক্রবার সকালে সে শ্রীনগর থেকে একটি বাসে করে ঢাকার গুলিস্তানে আসে। গুলিস্তানে আগে থেকেই অবস্থান করা সুমন তাকে নিয়ে সংসদ ভবন এলাকায় ঘুরতে যায়। চিকিৎসাধীন মেয়েটি জানায়, সংসদ ভবন এলাকায় বেড়ানোর এক পর্যায়ে সুমন তাকে তার বোনের বাসায় বেড়াতে নিতে চায়। অনুরোধের এক পর্যায়ে একটি রিকশায় করে বোনের বাসায় যায় সে। সেখানেই তাকে ধর্ষণ করে ওই যুবক। এতে সে অসুস্থ হয়ে পড়লে তাকে বিয়ের প্রলোভন দিয়ে গুলিস্তান থেকে শ্রীনগরের বাসে তুলে দিয়ে কেটে পড়ে যুবকটি।