দামুড়হুদায় নিউমোনিয়ায় শিশুর মৃত্যু

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রিভা নামের তিন মাস বয়সী এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শিশুকন্যা রিভা দামুড়হুদা দশমীপাড়ার কৃষক আবুল কাশেমের মেয়ে।

নিহত শিশুর চাচা সাংবাদিক আবুল হাশেম জানান, ৪/৫ দিন আগে তার ঠাণ্ডার ভাব লক্ষ্য করা যায়। গত বৃহস্পতিবার সকালে চিকিৎসার জন্য প্রথমে ডা. সাঈদুর রহমানের কাছে নেয়া হয় এবং পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে সে মারা যায়।