ঢাকা-কোলকাতা বাসে ডাকাতি

 

স্টাফ রিপোর্টার: ঢাকা-কোলকাতাগামী সোহাগ পরিবহনের একটি বাসে গত বৃহস্পতিবার ভোররাতে জেলায় গোয়ালন্দের রেলগেট এলাকায় একদল ডাকাত সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে। এ ঘটনায় বাস চালক বাদী হয়ে গতকাল শুক্রবার দুপুরে একটি মামলা দায়ের করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঢাকায় মালিবাগ এলাকা থেকে সোহাগ প্রিমিয়াম স্কেনার বাস ২৮ জন যাত্রী নিয়ে গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে কোলকাতার উদ্দেশ্যে ছাড়ে। বাসটি রাত সাড়ে ৩টার দিকে গোয়ালন্দে রেলগেট এলাকায় পৌঁছুলে বাসের ভেতর থেকে একজন হঠাত প্রচণ্ড বেগে চালককে আঘাত করে অস্ত্রের মুখে জিম্মি করে। বাসের সহকারী রুবেল এবং তত্ত্বাবধায়ক মেহেদী হাসান এগিয়ে এলে তাদেরও মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করা হয়। একপর্যায়ে যাত্রীবেশী আরো কয়েকজন অস্ত্র বের করে যাত্রীদের সবকিছু ছিনিয়ে নিতে থাকে।

বাসচালক স্বপন বিশ্বাস জানান, প্রায় আধঘন্টাব্যাপী ডাকাতি শেষে জেলায় সদর উপজেলার বসন্তপুর নিমতলা এলাকায় পৌঁছুলে চলন্ত বাস থেকে ডাকাতরা নেমে যায়। এ সময় মহাসড়কে কোনো টহল পুলিশ ছিলো না। তিনি আরো জানান, ডাকাতরা যাত্রীদের কাছ থেকে নগদ ৬ লাখ ১২ হাজার ৬শ টাকা, ৫ লাখ টাকা মূল্যের সোনার গয়নাগাটি, ১০টি মোবাইলফোন ও ১টি ল্যাপটপ ছিনিয়ে নেয়। গোয়ালন্দঘাট থানার ওসি আবদুল খালেক বলেন, ভিডিও ফুটেজ ও স্টিল ছবি দেখে ডাকাতদের শনাক্তের চেষ্টা চলছে। আশা করা যায়, খুব শিগগিরই তাদের গ্রেফতার করা সম্ভব হবে।

Leave a comment