স্টাফ রিপোর্টার: হজ নিয়ে আপত্তিকর মন্তব্য করায় আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ লতিফ সিদ্দিকীকে থেকে চূড়ান্ত বহিষ্কার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বৈঠক শেষে সাংবাদিকদের জানান, লতিফ সিদ্দিকীর নোটিশের জবাব পুঙ্খানুপুঙ্খভাবে কার্যনির্বাহীর কমিটির সভায় বিশ্লেষণ করা হয়। নেটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় আওয়ামী লীগের গঠনতন্ত্রের দুটি ধারা অনুযায়ী তার প্রাথমিক সদস্যপদ বহিষ্কার করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার (লতিফ সিদ্দিকী) সংসদ সদস্য পদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এর আগে ১৪ অক্টোবর লতিফ সিদ্দিকীকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয় তার টাঙ্গাইলের বাড়ির ঠিকানায়। নোটিশে বলা হয়, আপনি (লতিফ সিদ্দিকী) নিউইয়র্কের এক অনুষ্ঠানে ইসলামের অন্যতম স্তম্ভ পবিত্র হজ, তাবলিগ জামাত ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে চরম আপত্তিকর মন্তব্য করে আওয়ামী লীগের বিঘোষিত নীতিমালা, নীতি-আদর্শ, গঠনতন্ত্র ও ঘোষণাপত্র পরিপন্থি কাজ করেছেন। যেহেতু আপনি স্বেচ্ছায়, সজ্ঞানে ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে দলের নীতি-আদর্শ, গঠনতন্ত্র ও ঘোষণাপত্র বিরোধী বিতর্কিত কর্মকাণ্ড করেছেন, তাই দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় সর্বসম্মত সিদ্ধান্তে আপনাকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম পদ থেকে বহিষ্কার ও প্রাথমিক সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আপনাকে কেন দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, আগামী সাতদিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দেয়ার জন্য অনুরোধ করা হলো। গত ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে টাঙ্গাইল জেলা সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে ইসলামের অন্যতম স্তম্ভ পবিত্র হজ, তাবলিক জামাত ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে চরম আপত্তিকর মন্তব্য করেন।