বগুড়ায় সৈনিক লীগ নেতা খুন

 

স্টাফ রিপোর্টার: দু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় বগুড়ায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক শিমুল হক রেহান (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় সবুজ সওদাগর নামে আরো একজন আহত হয়েছেন। হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। শুক্রবার রাতে টেম্পল রোডের দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তার ও কমিটি গঠন নিয়ে জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আহবায়ক শিমুল হক রেহানের সঙ্গে প্রতিপক্ষ সবুজ সওদাগরের বিরোধ চলে আসছিল। শুক্রবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ের মধ্যে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রেহান গ্রুপের মারপিটে সবুজ সওদাগর মাথায় আঘাত পান। এ সময় সওদাগরের সমর্থকরা রেহানের বুকে ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রেহান বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াদীঘি গ্রামের আবদুস সাত্তারের ছেলে।

Leave a comment