দর্শকবিহীন দুরন্ত কিশোরের দুর্দান্ত ফুটবল খেলা

এ ফুটবল খেলার স্মৃতি চোখে পড়লে এখনো অনেকের মনকে সজিব করে

 

তাছির আহমেদ: নিজেরাই ভাগ-বাটোয়ারা হয়ে দুরন্ত কিশোরদের বেলা-অবেলায় ফুটবল খেলার চিরন্তন দৃশ্য এখনো ঠিক আছে। তবে নানামুখি তৎপরতার কারণে এ সকল শিশু কিশোরদের ফুটবল খেলার মাঠ বা ক্ষেত্রগুলো দিনদিন বিনষ্ট হচ্ছে। তারপরও লেখাপড়ার অবসরে সুযোগ পেলে বাড়ির আশপাশের ফাকা জায়গায় মনের আনন্দে এরা করে খেলা। শহর থেকে গ্রামান্তরের আঁকা বাকা পথের ধারে চলার সময় এখনো চোখে পড়ে শিশু কিশোরদের দর্শক বিহীন দুর্দান্ত ফুটবল খেলা। গতকাল বেলা পৌনে ১১টার দিকে দুরন্ত কিশোরদের এ ফুটবল খেলার দৃশ্যটি ক্যামেরা বন্দি হয় দামুড়হুদার ব্র্যাক মোড়ের সামনের অদুরে হিরু মণ্ডলের পুকুরের ধার থেকে। নির্ধারিত ৬০ মিনিটের প্রতিযোগিতামূলক এ খেলার জয়-পরাজয় মেলে ৪-২ গোলে।