উথলীতে ফেনসিডিলসহ মাদকব্যবসায়ী মামুন আটক

জীবননগর ব্যুরো: জীবননগর উথলী বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ফেনসিডিলসহ এক মাদকব্যবসায়ীকে আটক করেছেন। গতকাল শুক্রবার বিকেলে উথলী আমতলা এলাকায় বিজিবি অভিযান চালিয়ে দু বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ তাকে আটক করে। এদিকে বিজিবির কাছ থেকে মাদকব্যবসায়ী মামুমনকে ছাড়িয়ে নিতে ক্ষমতাসীন দলের নেতারা চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ ওঠে।

বিজিবিসূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উথলী বিজিবি ক্যাম্পের হাবিলদার মিন্টু সরকার সঙ্গীয় সদস্যদের নিয়ে উথলী আমতলা এলাকায় অভিযান চালিয়ে খয়েরহুদা গ্রামের খালিদুজ্জামানের ছেলে মামুন-উর-রশিদ ওরফে মামুনকে (২৮) দু বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ আটক করে। পরে আটককৃত মাদকব্যবসায়ীকে গতকাল রাতেই মামলাসহ জীবননগর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

এদিকে উথলী বিজিবি ক্যাম্পের হাবিলদার মিন্টু সরকার জানান, মাদকব্যবসায়ী মামুন স্থানীয় ক্ষমতাসীন দলের এক রাজনৈতিক নেতার আত্মীয় হওয়ায় আসামিকে ছাড়িয়ে নিতে তারা জোরপূর্বক নানা রকম অপচেষ্টা চালিয়েছে।