হরিণাকুন্ডু প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে স্বেচ্ছাসেবকলীগ নেতা হত্যা মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে হরিণাকুণ্ডু থানা পুলিশ। গ্রেফতারকৃত যুবলীগ নেতার নাম কুরবান আলী। সে তাহেরহুদা গ্রামের বাসিন্দা এবং তাহেরহুদা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের যুবলীগ সভাপতি বলে জানা গেছে।
হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ এরশাদুল কবীর চৌধুরী জানান, ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে তাহেরহুদা গ্রামের স্বেচ্ছাসেবকলীগ নেতা ছানোয়ার হোসেনকে সন্ত্রাসীরা জবাই করে হত্যা করে। এ হত্যাকাণ্ডের বিষয়ে নিহতের ছেলে আফাঙ্গীর হোসেন বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে একটি হত্যামামলা দায়ের করে। এ মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গত বুধবার রাতে কুরবানের নিজ বাড়িতে অভিযান চালিয়ে এসআই অফিসার গুলফামুল ইসলাম তাকে গ্রেফতার করেন।