দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার কোষাঘাটায় সড়ক দুর্ঘটনায় ৮ জন আহত হয়েছে। র্যাব গাংনীর একটি টিম আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে ব্যাটারিচালিত ভ্যানগাড়িযোগে চুয়াডাঙ্গা যাওয়ার পথে দামুড়হুদা-চুয়াডাঙ্গা সড়কের কোষাঘাটা নামকস্থানে ব্যাটারিচালিত ভ্যানগাড়ির পেছন থেকে দ্রুতগতিতে ছুটে আসা একটি মোটরসাইকেল ধাক্কা মারলে এ দুর্ঘটনা ঘটে। ব্যাটারিচালিত ভ্যানগাড়িতে থাকা আহতরা হলেন- দামুড়হুদার সাবেক তনু চেয়ারম্যানের ছোট ভাই বাজারের বিশিষ্ট ফাস্টফুড ব্যবসায়ী লাভলু, দশমীপাড়ার ডা. নজর আলীর ছেলে শিক্ষক শফিকুল ইসলাম, একই পাড়ার ইলেকট্রিশিয়ান সাঈদ, কামরুল, বজলু ও কোষাঘাটার বৃদ্ধ ভ্যানচালক এবং চুয়াডাঙ্গার আলুকদিয়ার দু মোটরসাইকেল আরোহী।
আহতদের মধ্যে লাভলু জানান, আমরা ট্রেনযোগে ৫ বন্ধু ঢাকায় যাওয়ার জন্য গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে দামুড়হুদা থেকে ব্যাটারিচালিত ভ্যানগাড়িযোগে চুয়াডাঙ্গা যাচ্ছিলাম। রাত সোয়া ১০টার দিকে দামুড়হুদা-চুয়াডাঙ্গা সড়কের কোষাঘাটা লাভলু মিয়ার ইটভাটার কাছে পৌছুলে দর্শনা থেকে চুয়াডাঙ্গা অভিমুখে দ্রুতগতিতে ছুটে আসা একটি মোটরসাইকেল পেছন থেকে আমাদের ব্যাটারিচালিত ভ্যানগাড়িতে ধাক্কা মারে। ধাক্কা লাগার সাথে সাথে আমরা সকলেই পিচরোডে ছিটকে পড়ি। মোটরসাইকেল আরোহী দুজনও ছিটকে পড়ে পিচরোডে। আমাদের সকলেরই শরীরের বিভিন্ন স্থানে কেটে কুটে যায়। মোটরসাইকেল ও ভ্যানগাড়ি দুটোই ভেঙে দুমড়েমুচড়ে গেছে। এ ঘটনার পরপরই চুয়াডাঙ্গা থেকে দামুড়হুদা অভিমুখে আসা র্যাবের একটি গাড়ি আমাদের সবাইকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে প্রাথমিক চিকিৎমৎসা শেষে রাত সাড়ে ১২টার দিকে দামুড়হুদায় ফিরে আসি।
আহত সাঈদ জানান, মোটরসাইকেলচালক ও তার সাথে থাকা উভয়ই প্রচুর পরিমাণে নেশা করে মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলো। যার ফলে এ দুর্ঘটনা। ওই দুজনের মধ্যে চালক গুরুতর আহত হয়েছে। তাদের বাড়ি চুয়াডাঙ্গার আলুকদিয়ায় বলে জানা গেলেও নাম ঠিকানা জানা যায়নি।