দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় দশমী কৃষক সমিতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে পাইলট হাইস্কুল ফুটবলমাঠে দামুড়হুদা ভাই ভাই স্পোর্টিং ক্লাব ও জুড়ানপুর পাক ইয়াং ক্লাবের মধ্যে কোয়ার্টার ফাইনালের ৪র্থ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ভাই ভাই স্পোর্টি ক্লাব ৪-০ গোলের বিশাল ব্যবধানে জুড়ানপুর পাক ইয়াং ক্লাবকে পরাজিত করে। দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, দামুড়হুদা সদর ইউপির প্যানেল চেয়ারম্যান দশমী কৃষক সমিতির সভাপতি আবুল হাশেম মেম্বার, একরামুল মেম্বার ও বিশিষ্ট ক্রীড়াবিদ শহিদ আজম সদু মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। খেলা পরিচালনা করেন ইউসুফ আলী, তিতুয়ার রহমান ও আজিজুর রহমান। ধারাভাষ্য দেন জান মোহাম্মদ জান্টু মাস্টার।