মাথাভাঙ্গা মনিটর: ৮৩ বছর বয়সে তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন নিউইয়র্ক সিটির ধনকুবের জর্জ সরোস। তার পত্নী হতে চলেছেন ৪২ বছর বয়সী স্বাস্থ্য বিশেষজ্ঞ ও শিক্ষাবিদ টামিকো বোলটন। কেবল বিয়েই নয়! তিন দিনব্যাপি উৎসবেরও আয়োজন করেছেন সরোস। গতকাল শনিবার দুজন মালা বদল করলেও শুক্রবার থেকেই তার বাসভবনে ভোজন সমেত বিবাহ উৎসব শুরু হয়েছে। জানা গেছে, আত্মীয় ও প্রতিবেশী ছাড়াও প্রায় ৫০০ জন বিশেষ অতিথিকে বিয়ে উৎসবে দাওয়াত দিয়েছেন সরোস। আমন্ত্রিত অতিথিদের মধ্যে জনপ্রতিনিধি, সাহিত্যিক, সাংবাদিক, কবি, লেখক, বুদ্ধিজীবী এবং চিত্রশিল্পীরা রয়েছেন। তৃতীয় বিয়ে নিয়ে যথেষ্ট উদ্বেলিত সরোস এবং বোলটন। সরোস বলেন, দুজনের বোঝাপড়ার ভিত্তিতেই এ বিয়ে হচ্ছে। আমরা আশা করছি বাকি জীবন সুখেই কাটাতে পারবো।