জীবননগর রায়পুর ইউপি সদস্য শহর আলীর ইন্তেকাল

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার নবগঠিত রায়পুর ইউনিয়ন পরিষদের সদস্য শহর আলী (৪৫) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…….রাজেউন)। গতকাল বুধবার দুপুরে নামাজে জানাজা শেষে তাকে বাড়ান্দি কবরস্থানে দাফন করা হয়।

পারিবারিকসূত্রে জানা যায়, বাড়ান্দি পশ্চিমপাড়ার মৃত হাসমত আলীর ছেলে ইউপি সদস্য শহর আলী গত সোমবার হৃদরোগে আক্রান্ত হন। প্রথমে তাকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়। এখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গতকাল দুপুরে বাড়ান্দি গ্রামে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় জীবননগর উপজেলার সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তূজা, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জত হোসেনসহ রায়পুর, হাসাদাহ ও বাঁকা ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি দু স্ত্রী, দু ছেলে ও দু মেয়ে রেখে গেছেন।

Leave a comment