কর্তব্যে অবহেলার অভিযোগে চুয়াডাঙ্গার যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২’র পেশকার খাদেমুল বাশারকে প্রত্যাহার

 

স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গার যুগ্ম জেলা ও দায়রা জজ (২) আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) খাদেমুল বাশারকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত পলাতক এক আসামির গ্রেফতারি পরোয়ানা দীর্ঘ দু মাস ধরে গোপন করার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় জেলা ও দায়রা জজ বিপ্লব গোস্বামী গতকাল মঙ্গলবার খাদেমুল বাশারকে পেশকারের দায়িত্ব থেকে প্রত্যাহারের পাশাপাশি সাতদিনের মধ্যে কারণ দর্শানো নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মহসীন আলী খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কর্তব্যে অবহেলার কারণে বেঞ্চ সহকারী খাদেমুল বাশারের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা শুরু হয়েছে।

চুয়াডাঙ্গা যুগ্ম জেলা ও দায়রা জজ (২) মোহাম্মদ আব্দুর রহিম গত ২০ আগস্ট মামলার আসামি সিপরাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (ক) ধারায় দোষী সাব্যস্ত করে দু বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দু মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। রায় প্রদানকালে আসামি সিপরা আদালতে অনুপস্থিত থাকায় তাকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেখিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। গ্রেফতারি পরোয়ানাটি তাৎক্ষণিকভবে সদর পুলিশ কোর্টে পাঠানোর কথা থাকলেও আদালতের বেঞ্চ সহকারী খাদেমুল বাশার গত দু মাসেও তা পাঠাননি।

Leave a comment