স্টাফ রিপোর্টার: দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের পর আবার ভারতে প্রবেশের সময় এক বাংলাদেশিসহ পাঁচ ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। গতকাল শনিবার বেলা ১২টায় হিলি সীমান্তের রেলওয়ে স্টেশন এলাকা থেকে বিজিবি সদস্যরা তাদের আটক করে। আটকরা হলেন- ভারতের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার মৃত কেতু দেবনাথের ছেলে শ্রী অধীর দেবনাথ (৪৬), তার স্ত্রী সাধনা দেবনাথ (৪০), দক্ষিণ দিনাজপুর জেলার বংশিহাড়া থানার মৃত অতিন চন্দ্রের ছেলে অশোক দাশ (৪৫), তার স্ত্রী জলি রানী (৩০) ও ছেলে শাওন দাস (১০) এবং বাংলাদেশের নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার মাহমুদপুরের আশুতোষ সরকারের ছেলে কুন্দাল কুমার (৪০)। বিজিবি ৩ ব্যাটালিয়নের হিলি চেকপোস্ট ক্যাম্পের কোম্পানি কমান্ডার আতাহার আলী জানান, আটক ভারতীয় নাগরিকদের হস্তান্তরের জন্য বিএসএফকে চিঠি দেয়া হলেও তাদের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় আটকদের হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে। দীর্ঘকাল ধরেই মানুষ মৃত্যুপরবর্তী জীবন রয়েছে বলে বিশ্বাস করে আসছে। বিভিন্ন ধর্মগ্রন্থও মানুষের এই ধারণায় উৎসাহ জুগিয়েছে। কিন্তু সেই ধারণাকে অস্বীকার করেছেন বর্তমান সময়ের অন্যতম প্রধান বিজ্ঞানী স্টিফেন হকিং। তিনি পরকালকে রূপকথা বলেই মনে করেন।