গাংনীর বাঁশবাড়িয়া ফুটবল টুর্নামেন্টে রাজাপুর জয়ী

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনীর বাঁশবাড়িয়া ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার রাজাপুর ফুটবল একাদশ জয় পেয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বাঁশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত খেলায় কুষ্টিয়ার দৌলতপুরের চর মল্লিকপাড়া একাদশকে ৩-১ গোলে পরাজিত করে।

নির্ধারিত ৯০ মিনিটে উভয় দলই গোল করতে ব্যর্থ হলে খেলা গড়াই টাইব্রেকারে। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রাজাপুর একাদশ। খেলায় রেফারি সজল আহম্মেদ এবং লাইচম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মাহাবুবুর রহমান ও সেলিম রেজা। টুর্নামেন্টের আয়োজন করেছে মিতালী ক্লাব ও লাইব্রেরি এবং বাঁশবাড়ীয়া গ্রামবাসী।

Leave a comment