স্টাফ রিপোর্টার: শ্রীলঙ্কার বিপক্ষের দুটি প্রীতি ম্যাচে আক্রমণাত্মক ফুটবলই খেলতে চায় স্বাগতিক বাংলাদেশ। লোডভিক ডি ক্রুইফের বদলে প্রধান কোচের দায়িত্ব পাওয়া সাইফুল বারী টিটো ৪-৩-৩ ফরমেশনে দলকে খেলতে চান। ২৪ ও ২৭ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচ দুটি সামনে রেখে গতকাল মঙ্গলবার বাফুফের সংবাদ সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ কথা জানান টিটো। দুটো ম্যাচেই শ্রীলঙ্কাকে হারাতে চাই আমরা। ক্রুইফের স্টাইল এ মুহূর্তে বদলানোর সম্ভাবনা কম। আক্রমণাত্মক ফুটবলই খেলবো আমরা। প্রথম প্রীতি ম্যাচটি হবে যশোরে। ২৭ অক্টোবর রাজশাহীতে মুখোমুখি হবে দুই দল। ঢাকার বাইরে ফুটবলকে ছড়িয়ে দেয়ার উদ্দেশ্য সফল করতে যশোর ও রাজশাহীর দর্শকদের জয় উপহার দিতে চান টিটো। শ্রীলঙ্কা আমাদের কাছাকাছি মানের দল। আমরা নিজেদের মাঠে খেলবো। ঢাকার বাইরে ফুটবল ছড়িয়ে দেয়ার প্রক্রিয়া এগিয়ে নিতে এ দুটি ম্যাচে জিততে চাই আমরা। অধিনায়ক মামুনুল ইসলাম নেপালের বিপক্ষের প্রস্তুতি ম্যাচের পুনরাবৃত্তি ঠেকানোর দিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। এশিয়ান গেমসের আগে নেপালের সাথে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছিলো বাংলাদেশ। ঢাকার ম্যাচে জিতলেও সিলেটে গিয়ে হেরে যায় মামুনুলরা। আমরা জয়ের জন্যই খেলবো। তবে সতর্ক থাকছি। এর আগে নেপালকে প্রথম ম্যাচে হারাতে পারলেও দ্বিতীয় ম্যাচে পারিনি। সেটা যেন না হয়, এবার সেদিকে মনোযোগী থাকতে হবে।