টিপ্পনী:

খবর: (নকল করার দায়ে চুয়াডাঙ্গা পৌর কলেজের ছয় পরীক্ষার্থী বহিষ্কার)

নকল করে পাস কোরো না
নকল করতে দিয়ো না,
পরের পাসের দায়িত্বভার
নিজের ঘাড়ে নিয়ো না।

নকল নকল খালি নকল
বইয়ের পাতা ছিঁড়ো না,
হলে গিয়ে কলম খাতায়
অসৎ কাজে ভিড়ো না।

নকল করে সারা জীবন
নকল মানুষ হোয়ো না,
দেখে দেখে খাতায় লিখে
বড় কথা কোয়ো না।

-আহাদ আলী মোল্লা