চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসকের আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন

 

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শনকালে শিক্ষাস্টান্ডিং কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিক সাঈদ মাহবুব বলেছেন, মানব সম্পদের উন্নয়ন ঘটলে দেশের উন্নয়ন ঘটবে। শিক্ষকতা সমাজের মহৎ ও সম্মানি পেশা। তিনি তার পিতার শিক্ষকতা পেশার উদাহরণ তুলে ধরে বলেন, শিক্ষকতা পেশায় অর্থ নয়, সম্মান চাই। অবসরগ্রহণের পর তিনি এখনও শ্রদ্ধা ও সম্মান পান। তিনি ছাত্রছাত্রীদের কৌশলগত শিক্ষাদানের চেয়ে আর্দশগত শিক্ষাদানের প্রতি গুরুত্বারোপ করার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান। গতকাল সোমবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে মতবিনিময়সভায় বক্তব্য রাখেন- সমগ্র ইউনিয়নে শিক্ষার মানোন্নয়ন কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ আব্দুল বারী, সম্পাদক মহাসীন আলী খান, সদস্য সেলিম আক্তার খান মিন্টু ও বিভিন্ন সরকারি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষিকা ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতিগণ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক নারায়ণ ভৌমিক। অনুষ্ঠান শেষে তিনি ইউনিয়ন পরিষদের তথ্য সেবাকেন্দ্র ও বিভিন্ন দফতার পরিদর্শন করেন।