বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৪শ গ্রাম গাঁজাসহ হাতেনাতে ধরা পড়ে জনু কর্মকার। পরে ভ্রাম্যমাণ আদালত ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। গতকাল সোমবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মিলন কুমার মুখার্জী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউনিয়নের খাড়াগোদা বাজারে। এ সময় বাজারপাড়ার পাচু কর্মকারের ছেলে জনু কর্মকারের বাড়ি থেকে ৪শ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জনুকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারিক কার্য পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অসীম কুমার সরকার।