স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর মেয়র চুয়াডাঙ্গা ফাজিল মাদরাসার সভাপতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন মাদরাসা পরিদর্শন করেছেন। সভাপতি হিসেবে মনোনীত হয়ে প্রথমবার তিনি এ পরিদর্শনে যান। এ সময় মাদরাসার সকল শিক্ষক-কর্মচারী তাকে অভ্যর্থনা জানান।
মাদরাসা পরিদর্শনকালে তিনি শিক্ষক মিলনায়তনে গিয়ে শিক্ষক-কর্মচারীদের সাথে মিলিত হন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালেদ সাইফুল্লাহ। এখানেই নবনির্বাচিত সভাপতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন শিক্ষক-কর্মচারীদের সাথে পরিচিত হন এবং সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন। এ সময় তিনি বলেন, চুয়াডাঙ্গা ফাজিল মাদরাসা তথা একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি হিসেবে আমাকে মনোনীত করায় আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন ও হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দারকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন, এ মাদরাসাকে সামনের দিকে এগিয়ে নিতে হলে এ প্রতিষ্ঠানের অতীতের সকল ভুল-ত্রুটি ভুলে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। প্রতিষ্ঠানটিকে জেলাবাসীর কাছে উদাহরণ হিসেবে গড়ে তুলতে হবে। লেখাপড়ার পাশাপাশি প্রতিষ্ঠানের অন্যান্য কার্যক্রম নিয়মিত ও সুচারুভাবে করার মধ্যদিয়ে জেলাবাসীর মনে দাগ কাটতে হবে। মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের উদ্দেশে তিনি বলেন, একটি প্রতিষ্ঠানের প্রধান ব্যক্তির আচরণ ও কার্যক্রমই ওই প্রতিষ্ঠানকে সফল বা বিফল হিসেবে চিহ্নিত করতে পারে। এজন্য আপনার চিন্তা-চেতনায় এ প্রতিষ্ঠানের উন্নয়ন এবং মাদরাসার ছেলেমেয়েদের জীবন গঠনই হবে প্রধান কাজ। আলোচনাসভায় চুয়াডাঙ্গা ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালেদ সাইফুল্লাহ মাদরাসার সকল উন্নয়ন কাজ এবং লেখাপড়ার মান বৃদ্ধিতে সভাপতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দারের সার্বিক সহযোগিতা এবং পরামর্শ কামনা করেন। আলোচনার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চুয়াডাঙ্গা ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালেদ সাইফুল্লাহ। পরে পৌর মেয়র চুয়াডাঙ্গা ফাজিল মাদরাসার সকল বিভাগ ও অবকাঠামো ঘুরে দেখেন এবং অসমাপ্ত উন্নয়ন কাজ দ্রুততার সাথে সম্পন্ন করার আশ্বাস দেন।