মেসি-সুয়ারেসের সাথে দারুণ কিছু করবেন নেইমার

মাথাভাঙ্গা মনিটর: এমএসএন- নামটা তৈরি আছে; কিন্তু মাঠে এক সাথে দেখা যায়নি এ আদ্যাক্ষরের ফুটবলারদের। লিওনেল মেসি আর নেইমার গ্যালারি মাতালেও নিষেধাজ্ঞার জন্য যে নেই লুইস সুয়ারেস। উরুগুয়ে তারকা নামলে তিন জনের যোগফলে বার্সেলোনার আক্রমণভাগ কেমন রূপ নেবে? নেইমার মনে করছেন, তারা তিন জনে মিলে দারুণ কিছু করবেন।

মেসি-নেইমার জুটির সাফল্যে ভর করেই মরসুমের শুরু থেকে ধারাবাহিকভাবে ভালো খেলে যাচ্ছে বার্সেলোনা। এ পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতা মিলে বার্সেলোনার করা ২৫ গোলের ১৭টিই এসেছে লাতিন আমেরিকার ওই দুই তারকার পা থেকে।

অন্যদিকে গত মরসুমে লিভারপুলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ৩১ গোল করেছিলেন সুয়ারেস। রিয়াল মাদ্রিদের ক্রিস্তিয়ানো রোনালদোর সাথে যৌথভাবে ইউরোপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান তিনি। অমন কার্যকরী এক স্ট্রাইকারকে সতীর্থ হিসেবে পেতে যাচ্ছে দেখে দারুণ খুশি নেইমার। মেসি তো আছেনই, এবার সুয়ারেসকে পেয়ে তাই দুর্দান্ত কিছু করার স্বপ্ন নেইমারের চোখে। মেসি বিশ্বের সেরা আর লুইস সুয়ারেস ওপরের সারির খেলোয়াড়। আমার মনে হয়, আমরা একসাথে ক্লাবের জন্য দারুণ কিছু করব। এ মরসুমের শুরুতেই লিভারপুল ছেড়ে বার্সেলোনায় যোগ দেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার সুয়ারেস। কিন্তু ফিফার নিষেধাজ্ঞার কারণে এতোদিন নতুন দলের হয়ে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে খেলা হয়নি তার। অবশেষে চার মাসের নিষেধাজ্ঞা শেষে আগামী শনিবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ দিয়েই বার্সেলোনার জার্সিতে প্রতিযোগিতামূলক লড়াইয়ে অভিষেক হতে পারে সুয়ারেসের। তার আগে দেশের হয়ে ওমানের জালে দুবার বল পাঠিয়ে ভক্তদের প্রত্যাশা বাড়িয়ে তুলেছেন তিনি। এখন বার্সেলোনা সমর্থকদের মুখে মুখে ফেরা ‘এমএসএন’ একসাথে জ্বলে উঠতে পারলেই হয়।

Leave a comment