টিপ্পনী

খবর:(দর্শনা শ্যামপুরের স্বামী পরিত্যক্তা আখিতারা অন্তঃসত্ত্বা)

 

বিয়ের আগেই মা হতে চান

পরের ঘরে থাকিয়া,

কদিন পরেই হয়তো খোকা

উঠতে পারে ডাকিয়া।

 

বিয়ের আগেই জামাই বাবু

শ্বশুর বাড়ি আসিয়া,

কিত্তি কলাপ কী করে যায়

আদর ভালোবাসিয়া।

 

হায়রে মজার তেলেসমাতি

কী হলো কী করিয়া,

লজ্জা লাগে শুনলে এ সব

ঘেন্নাতে যাই মরিয়া।

-আহাদ আলী মোল্লা।

Leave a comment