স্টাফ রিপোর্টার: আগামী এক সপ্তার মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করা হবে। গতকাল রোববার চুয়াডাঙ্গা ম্যাজিস্ট্রেটের নির্দেশে ব্যাপক মাইকিং করা হয়। বলা হয়, এক সপ্তার মধ্যে সরকারি প্রতিষ্ঠানের সামনে, রাস্তার ওপর ও রেলওয়ে সম্পত্তির ওপর যারা অবৈধভাবে স্থাপনা গড়ে তুলেছেন, তাদেরকে এক সপ্তার মধ্যে সরিয়ে নেয়ার নির্দেশ দেন জেলা ম্যাজিস্ট্রেট। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গত ১৩ অক্টোবর মাসিক উন্নয়ন সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়। তার মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়।