মেহেরপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

 

মেহেরপুর অফিস: মেহেরপুর পুলিশ সদর উপজেলার আমদহ ইউনিয়নের বন্দর গ্রামে থেকে সাজাপ্রাপ্ত আসামি শহিদুল ইসলামকে (৩১) গ্রেফতার করেছে। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নেয়।

পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের এসআই দুলুর নেতৃত্বে পুলিশের একটি দল ওই দিন মধ্যরাতে বন্দর গ্রামের আব্দুস সাত্তারের বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশ আব্দুস সাত্তারের ছেলে তিন মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শহিদুল ইসলামকে গ্রেফতার করে। এসআই দুলু জানান, শহিদুল ইসলাম তার স্ত্রীর দায়ের করা যৌতুক মামলার পলাতক আসামি।