হিজলগাড়ি ক্যাম্প পুলিশের চ্যাংখালী ব্রিজে মাদকবিরোধী অভিযান
দর্শনা অফিস: চুয়াডাঙ্গার হিজলগাড়ি ফাঁড়ি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়েছে কোটালী-ছোটশলুয়া সড়কের চ্যাংখালী ব্রিজে। পুলিশ ও মাদককারবারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মাদককারবারীচক্রের হাতে আহত হয়েছেন ক্যাম্প হাবিলদার আবুল হোসেন। ফেনসিডিলসহ গ্রেফতারের পরও জসিমকে কোন অজ্ঞাত ইশারায় ছেড়ে দিলো পুলিশ? উদ্ধারকৃত ফেনসিডিল গেলো কোথায়? কেনই বা হামলাকারীচক্রের বিরুদ্ধে কোনো মামলা হয়নি? এ প্রশ্নের জবাব খুঁজছে এলাকাবাসী।
জানা গেছে, গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের হিজলগাড়ি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালায় ইউনিয়নের কোটালী-ছোটশলুয়া সড়কের চ্যাংখালী ব্রিজ নামক স্থানে। অভিযোগ উঠেছে, এ সময় পুলিশ বেগমপুরের ফুরশেদপুর গ্রামের আকরাম আলীর ছেলে জসিমকে (৩০) প্রায় সাড়ে ৩শ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। ফেনসিডিলসহ জসিমকে ছাড়িয়ে নেয়ার জন্য একই গ্রামের অভিযুক্ত মাদককারবারী বাক্কা, জহিরুল, হালিম ও হাফিজুলসহ ৬/৭ পুলিশের ওপর হামলা চালায়। হামলা দু পক্ষের ধস্তাধস্তি ও মারামারির ঘটনায় কোনো মাদককারবারী আহত হয়েছে কি-না জানা না গেলেও মাদককারবারীদের হাতে আহত হয়েছেন হাবিলদার আবুল হোসেন। আহত আবুল হোসেনকে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি দেখা দিলে তাকে খুলনায় রেফার করা হয়। আবুল হোসেন হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরালেও গ্রেফতারকৃত জসিম মুক্ত হয়ে গায়ে বাতাস লাগিয়ে ঘুরছে। শোনা গেছে, ওই রাতেই টানা দু ঘণ্টা দেন-দরবারের এক পর্যায়ে জসিমকে ছেড়ে দিয়েছেন হিজলগাড়ি ক্যাম্প ইনচার্জ এএসআই মুহিতুর রহমান মুহিত। পরের দিন শনিবার উদ্ধারকৃত ফেনসিডিল সরোজগঞ্জের অভিযুক্ত মাদককারবারী দিনুর কাছে বিক্রি করা হয়েছে বলে উঠেছে অভিযোগ। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে শোনা যাচ্ছে নানামুখি সমলোচনা। প্রশ্ন উঠেছে, এএসআই মুহিতকে নিয়ে। অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চুয়াডাঙ্গা পুলিশ সুপারের দৃষ্টি কামনা করেছে এলাকাবাসী।
এদিকে এএসআই মুহিত বলেছেন, তিনি এ ঘটনার কিছুই জানেন না। হাবিলদার আবুল হোসেন আহত এবং হাসপাতালে চিকিৎসার ব্যাপারে তিনি বলেছেন দু রকমের কথা। প্রথমে বলা হয় বাথরুমে পড়ে আঘাত পেয়েছেন অবশ্য সে কথা পাল্টে ফের বলেছেন, সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার কথা।