স্টাফ রিপোর্টার: এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে একরকম উড়িয়ে দিয়েছে জার্ডানের মেয়েরা। প্রতিপক্ষকে কোনো প্রকার সুযোগ না দিয়ে ৮-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করেছে জর্ডান। গতকাল রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে প্রথম থেকেই গোল উৎসবে মেতে ওঠে জর্ডান। ম্যাচের ১২ মিনিটেই ফরোয়ার্ড লিন ইয়াসিনের গোলে এগিয়ে যায় তারা। এরপর ম্যাচের ৩৭তম মিনিটে ব্যবধান দ্বিগুন করেন তাসনিম মোহাম্মদ। প্রথমার্ধের শেষ মিনিটে আবারো এগিয়ে যায় জর্ডান। তবে এটা প্রতিপক্ষের আত্মঘাতি গোলের কল্যাণে। বিরতি থেকে ফিরে আরও ভয়ঙ্কর হয়ে উঠে জর্ডানের মেয়েরা। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের জালে আরো পাঁচবার বল জড়ান তারা। ম্যাচের ৫১ মিনিটে ডি-বক্সের ভেতর থেকে দারুণ এক শটে জর্ডানকে ৪-০ গোলে এগিয়ে নেন মিডফিল্ডার নওয়ার মাহমুদ। ৬৮ মিনিটে দলের হয়ে পঞ্চম গোলটি করেন লুনা মাজিনে। ম্যাচের ৭১ মিনিটে ইয়াসমিনের গোলে জর্ডানের স্কোর দাড়ায় ৭-০। শেষ দিকে তাসনিম আরও একটি গোল করলে লজ্জার হার নিশ্চিত হয় আরব আমিরাতের। ম্যাচের শেষ মিনিটে অবশ্য একটি গোল শোধ করতে সক্ষম হয় আরব আমিরাতের মেয়েরা। ফলে শেষ পর্যন্ত ৮-১ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে জর্ডানের মেয়েরা।