খবর:(দামুড়হুদা উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সুজিৎ কুমারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ)
কোথায় গিয়ে খুঁজবো নীতি
কার কাছে আর আছে রীতি
সব মানুষই খুঁজছে টাকা
আদর্শ সব করছে খাঁ খাঁ।
মারিং কাটিং করছে লোকে
কেউ জানে না কিসের ঝোঁকে
সবার হাতেই খেদে এঁটো
সুযোগ নিয়ে হচ্ছে ফেটো।
ভাগ-বাটা হয় হাতে হাতে
ইনি আছেন ওনার সাথে
অসৎ মানুষ সবার ঘরে
গিলটি সবাই পরস্পরে।
-আহাদ আলী মোল্লা