দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার জগন্নাথপুরের বেসরকারি এনজিও সংস্থা আশার ম্যানেজার হাফিজুর রহমানের অবিলম্বে বদলির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল রোববার বেলা ১১টার দিকে এলাকাবাসী জগন্নাথপুরস্থ আশা অফিসের সামনে মানববন্ধন করে এবং অফিসে তালা ঝুলিয়ে দেয়। এলাকাবাসীরা জানান, ম্যানেজার হাফিজুর রহমান একজন নারীলোভী নেশাখোর বদমেজাজি মাতাল ব্যক্তি। সে গত ১০ সেপ্টেম্বর মোমিনপুরের কুদ্দুসের বাড়িতে যায় এবং তার স্ত্রী বিথিকে কুপ্রস্তাব দেয়।
বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী তাকে ধাওয়া করে। তিনি ওখান থেকে পালিয়ে যান। পরদিন এলাকাবাসী বিষয়টি আশার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায় এবং তাকে বদলির জন্য সুপারিশ করে। কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে ঘটনাটি তদন্তের জন্য আশার আঞ্চলিক ম্যানেজারকে দায়িত্ব দেয়। তিনি তদন্তপূর্বক ঘটনার সত্যতা মেলায় ১৪ সেপ্টেম্বর কারণ দর্শানো নোটিশ প্রদান করেন। কিন্ত অদ্যবধি তাকে বদলি না করে এ শাখায় বহাল রাখে কর্তৃপক্ষ। সাবেক ইউপি সদস্য দাউদ আলী বলেন, এনজিওদের সমস্ত কার্যক্রমই মহিলাদের নিয়ে। তার কাছে আমাদের এলাকার কোনো মহিলাই নিরপদ নয়। তিনি একের পর এক কীর্তিকলাপ করে আশার ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন তারপরও তাকে কর্তৃপক্ষ কেন ছাটাই করছে না।