গাংনীর ডাকাতদলের সদস্য কুদ্দুসের স্বীকারোক্তিতে ১০টি বোমা উদ্ধার

 

গাংনী প্রতিনিধি: আন্তঃজেলা ডাকাতদলের সদস্য মেহেরপুর গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামের আব্দুল কুদ্দুস ওরফে হাতি কুদ্দুসের বাড়ি থেকে ১০টি বোমা ও দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারের পর কুদ্দুসের স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী গত শনিবার মধ্যরাতে ওই উদ্ধার অভিযান চালায় গাংনী থানা পুলিশ। অভিযানে একই গ্রামের আকবর আলীকে (৪২) গ্রেফতার করা হয়েছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম জানান, গ্রেফতারের পর কুদ্দুস জিজ্ঞাসাবাদে ডাকাতদলের কয়েকজন সদস্যর নাম ও বোমার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। গত শনিবার মধ্যরাতে অতিরিক্ত পুলিশ সুপার আজবার শেখের নেতৃত্বে ওসিসহ পুলিশের একটি দল কুদ্দুসকে নিয়ে তার বাড়িতে যায়। এ সময় কুদ্দুসের বাড়ি থেকে ১০টি হাতবোমা ও দেশীয় অস্ত্র উদ্ধারের পাশাপাশি একই গ্রামের আকবর আলীকে গ্রেফতার করা হয়। গতকালই তাদের দুজনকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়।

এদিকে আকবর আলী নির্দোষ দাবি করে তার গ্রামের অনেকেই গতকাল রোববার সকালে গাংনী থানায় আসেন। গ্রামের অনেকে জানান, পারিবারিক একটি বিষয় নিয়ে কুদ্দুসের সাথে আকবরের বিবাদ ছিলো। এর জের ধরে আকবরকে ফাঁসাতে কুদ্দুস মিথ্যা স্বীকারোক্তি দিয়েছে। নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে আকবরকে মামলা থেকে অব্যহতি ও মুক্ত দাবি করেন তারা।

উল্লেখ্য, মহাম্মদপুর গ্রামের নাহারুল ইসলামের বাড়িতে বৃহস্পতিবার রাতে ডাকাতি সংগঠিত হয়। ডাকাতরা নাহারুল ও তার স্ত্রী রওশন আরাকে কুপিয়ে জখম করে নগদ টাকা ও সোনার গয়না লুটে নেয়। ওই ঘটনার জড়িত সন্দেহে বৃহস্পতিবার রাতেই মহাম্মদপুর গ্রামের ইমরান ও ওরফে ইংরেজকে আটক করে পুলিশে সোপর্দ করে পুলিশ। ইংরেজের স্বীকারোক্তিতে কুদ্দুসকে গ্রেফতার করে পুলিশ।