মেহেরপুর অফিস: জামায়াত শিবিরের ডাকা হরতালের দ্বিতীয় দিনে গত বৃহস্পতিবার সকালে মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামের মোড়ে পুলিশের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানে আগুন লাগানোর ঘটনায় গতকাল মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে।
পুলিশ জানায়, মামলায় ৩৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত দুশ জনকে আসামি করা হয়েছে। মামলায় বাদি হয়েছেন মেহেরপুর সদর থানা পুলিশের এসআই কামাল হোসেন। ওই মামলায় বন্দর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আজাদকে প্রধান আসামি করা হয়েছে।