রাতের আঁধারে ভিটে জমি দখলের অপচেস্টা : সংঘর্ষে জখম ৩
দর্শনা অফিস/কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গায় ভূমিদস্যুরা তাণ্ডব চালিয়েছে। দিনমজুর মোজাফফরের বাড়িতে তাণ্ডব চালিয়ে তার ভিটে জমি দখলের অপচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে হালিম গং। স্থানীয় স্বার্থান্বেষী নেতাদের সহায়তায় রাতের আঁধারে আচমকা হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুরসহ ৩ মহিলাকে পিটিয়ে রক্তাক্ত আহত করেছে ভূমিদস্যুরা।
জানা গেছে, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মাঝপাড়ার নজির বিশ্বাসের ৩ ছেলে মোজাফফর বিশ্বাস, মুনছুর আলী ও ইকবাল হোসেন বাপ-দাদার ভিটে জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। মোজাফফরের চাচা বারি বিশ্বাস তার জমিজমা বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করে চলে যায় প্রায় ৫৯ বছর আগে। হঠাত করে বারি বিশ্বাসের ছেলে হালিম, আব্দুল হাই, আব্দুস সামাদ ও ছালামসহ বেশ কয়েকজন গতকাল শুক্রবার ভোর ৫টার দিকে জমি দখলের অপচেষ্টায় মোজাফফরের বাড়িতে হামলা চালায়। এ সময় মোজাফফরের পরিবারের লোকজন বাধা দিতে গেলে হালিমের সাঙ্গপাঙ্গরা মারধর করে রক্তাক্ত জখম করেছে রহিম (৪৫), সাইফুলের স্ত্রী তাসলিমা (৩০) ও শহিদুলের স্ত্রী সেলিনাকে (৩৬)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দামুড়হুদা চিৎলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছে। এ ঘটনায় মোজাফফর দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন।