জীবননগর ব্যুরো: গতকাল শুক্রবার সকালে জীবননগর-চ্যাংখালী সড়কে অভিযান চালিয়ে ৮৯ বোতল ফেনসিডিসহ যুবক রাশেদকে (২৮) আটক করেছে। আটক রাশেদ দামুড়হুদা উপজেলার চণ্ডিপুর গ্রামের আজু মোল্লার ছেলে। সে বিশেষভাবে তৈরি করা একটি মোটরসাইকেলযোগে ওই ফেনসিডিল সীমান্ত থেকে পাচার করে নিয়ে আসছিলো। ওসি আব্দুর রকিব খাঁন নিজে এ অভিযান পরিচালনা করেন।
থানাসূত্রে জানা যায়, জীবননগর সীমান্ত এলাকা থেকে একটি মোটরসাইকেলে করে ফেনসিডিল পাচার করে আনা হচ্ছে গোপন এ সংবাদ পায় পুলিশ। সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ আব্দুর রকিব খাঁন সেকেন্ড অফিসার জুয়েল ও এএসআই সিরাজকে নিয়ে বেলা আনুমানিক সাড়ে ১০টার দিকে জীবননগর-চ্যাংখালী সড়কে ওত পেতে থাকেন। এ সময় সীমান্ত এলাকা থেকে দামুড়হুদা উপজেলার চণ্ডিপুর গ্রামের রাশেদ একটি ভিক্টর মোটরসাইকেলযোগে দ্রুত বেগে আসাকালে পুলিশ সেটি থামায়। এ সময় মোটরসাইকেল তল্লাশি করে দেখতে পান মোটসাইকেলটি পরবর্তীতে বিশেষভাবে নির্মিত করা হয়েছে। মোটরসাকেলের তেলের ট্যাঙ্কি, সিটের নিচ ও সাইড ট্যাঙ্কি থেকে পুলিশ একে একে ৮৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে। আটক রাশেদকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।