বেগমপুরের সুবোদপুর গ্রামের মেয়ের সাথে গল্প করার অপরাধে ঢাকার দু যুবককে উত্তম-মধ্যম

 

বেগমপুর প্রতিনিধি: পূর্ব পরিচয়ের সূত্র ধরে মোবাইলফোনে সাড়া দিয়ে মাঠে গিয়ে গল্প করার অপরাধে ঢাকা ধুলাইখালীর দু যুবককে দেয়া হয়েছে উত্তমমধ্যম। পুলিশি হস্থক্ষেপে উদ্ধার করা হয়েছে যুবক অনিক ও হৃদয়কে। ঘটনাটি নিয়ে গ্রামে চলছে পক্ষে বিপক্ষে গুঞ্জণ।

জানা গেছে, ঢাকা ধুলাইখালী থেকে নুর ইসলামের ছেলে অনিক (২২) ও মনির হোসেনের ছেলে হৃদয় বেড়াতে আসে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের বোয়ালমারী গ্রামের খালার বাড়িতে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে পূর্ব পরিচয়ের সূত্র ধরে মোবাইলফোনে সাড়া দিয়ে ওই দু যুবক পার্শ্ববর্তী সুবোদপুর গ্রামের বাবুর মেয়ে সোহাগীর সাথে গল্প করার জন্য তাদের বাড়িতে যায়। বাড়িতে গল্প করার একপর্যায়ে তারা গ্রামের মাঠের দিকে যায়। এ সময় মাঠের মধ্যে গল্প করা অবস্থায় বেরশিক লোকজন তাদেরকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখে।

গ্রামবাসী জানায়, তারা যেভাবে গল্প করছিলো তা সমাজের চোখে খারাপ ছিলো। খবর পেয়ে হিজলগাড়ি ফাঁড়ি পুলিশের এএসআই মুহিতুর রহমান ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে। এদিকে ঘটনার পর থেকে সোহাগীকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়। উদ্ধারকৃত অনিক ও হৃদয়কে তার নিকটাত্মীয়ের জিম্মায় পুলিশ ছেড়ে দেয়। আজ শুক্রবার এ নিয়ে গ্রামে সালিস বৈঠক বসার কথা রয়েছে। তবে বিষয়টি নিয়ে পক্ষে বিপক্ষে শোনা যাচ্ছে নানা কথা।

Leave a comment