দর্শনা অফিস: দর্শনা আইসি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়েছে দর্শনা পৌর শহরের আজমপুরে। এ অভিযানে পুলিশ ঈশ্বরচন্দ্রপুরের রুবেল ও জমির নামের অভিযুক্ত দু মাদককারবারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে ফেনসিডিল। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে দর্শনা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা পৌর শহরের আজমপুর তিন রাস্তা মোড় নামকস্থানে। পুলিশ ওই স্থান থেকে গ্রেফতার করেছে ঈশ্বরন্দ্রপুর মাঝপাড়ার গোলাম হোসেনের ছেলে রুবেল (২৮) ও শাহদত হোসেনের ছেলে জমিরকে (৩৫)। পুলিশ বলেছে, এ সময় একই পাড়ার সিয়ামের ছেলে হুমায়ুন পালিয়ে যায়। পুলিশ গ্রেফতারকৃত রুবেল ও জমিরের কাছ থেকে ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এএসআই জিয়াউর রহমান বাদী হয়ে গতকালই দামুড়হুদা থানায় জমির ও রুবেলের বিরুদ্ধে দায়ের করেছেন মামলা। গ্রেফতারের জন্য পুলিশ খুঁজছে হুমায়ুনকে।