Untitled

 

স্টাফ রিপোর্টার: দিনাজপুর জেলার চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় চুয়াডাঙ্গার শুভ সকাল স্পোর্টিং ক্লাব সিরাজগঞ্জ জেলা ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হয়েছে। কোয়ার্টার ফাইনালে গতকাল বৃহস্পতিবার বিকেলে মাদিলা হাইস্কুলমাঠে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার প্রথমার্ধে কোনো পক্ষই কারোর জালে বল জড়াতে পারেনি। দ্বিতীয়ার্ধের শেষদিকে এসে চুয়াডাঙ্গার সায়েম একমাত্র জয়সূচক গোলটি করেন। শুভ সকাল স্পোর্টিং ক্লাবের পক্ষে খেলায় অংশগ্রহণ করেন গোলরক্ষক আব্দুল মালেক, মিলন বিশ্বাস (অধিনায়ক), নসরুল, জিয়া, সুমন, মহসিন, লালচাঁদ, আলম, তুষার, মাজিদ, এমাদুল, সায়েম, কাজী সুমন, বখতিয়ার ও ঈদবারী। সেমিফাইনালে উন্নীত হওয়ায় শুভ সকাল স্পোর্টিং ক্লাবের সভাপতি কাম-ম্যানেজার অধ্যক্ষ মাহাবুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান চৌধুরী জিপু খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়েছেন।

Leave a comment